ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে একটি ন'তলা অ্যাপার্টমেন্ট টাওয়ারে আগুন লেগে ৫০ জনের মৃত্যু ঘটল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। হ্যানয়ের থানহ্ জুয়ান জেলার ওই অ্যাপার্টমেন্টটিতে জনা ৪৫টি পরিবারের বাস বলে জানা গিয়েছে।
রাত সাড়ে ১১টা নাগাদ যখন ওই বিল্ডিংয়ে আগুন লাগে তখন অ্যাপার্টমেন্টে ছিলেন বহু বাসিন্দাই। যেহেতু অ্যাপার্টমেন্টটা একটা সরু গলির মধ্যে তাই আগুন নেভানোর চেষ্টা করাটাতেই সমস্যা হচ্ছিল। দমকলের গাড়িগুলি ওই অ্যাপার্টমেন্ট থেকে অন্তত ৩০০-৪০০ মিটার দূরে রাখতে হয়েছিল। ফলে অগ্নিনির্বাপণকর্মীদের কাজ করতে খুবই অসুবিধা হচ্ছিল।
স্মরণকালের মধ্যে ভিয়েতনামের বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছিল গত বছরই। একটি তিনতলা বিল্ডিয়ংয়ে আগুন লেগে ৩২ জন মারা গিয়েছিলেন সেবার। সেটাই ছিল গত এক দশকের মধ্যে ভিয়েতনামের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। তবে ২০২২ সালের সেই রেকর্ড ভেঙে দিল ২০২৩ সালের এই অগ্নিকাণ্ড। এবার এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৫০ জন।