করোনা অতিমারির পর প্রথম বিদেশ সফর উত্তর কোরিয়ার শাসক কিম জং উন-এর। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন কিম। ইতিমধ্যেই রাশিয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন তিনি। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে রবিবার(১০ সেপ্টেম্বর) সন্ধ্যেতেই ট্রেনটি রওয়ানা দিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর।
ইউক্রেন যুদ্ধের পর সামরিক অস্ত্রে ঘাটতি দেখা দিয়েছে রাশিয়ার। দুই রাষ্ট্রনেতার মধ্যে এই বিষয়েই আলোচনা হতে পারে। উত্তর কোরিয়ার কাছে যে সামরিক মারণাস্ত্রগুলি রয়েছে তা ইউক্রেন যুদ্ধে কাজে লাগানোর জন্য দেওয়া হতে পারে মস্কোকে। পাশাপাশি পরিবর্তে কিম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন, এনার্জি, খাদ্য ও উন্নত অস্ত্র প্রযুক্তির জন্য সহায়তা চাইতে পারেন বলেই ধারণা আন্তর্জাতিক মহলের।
রাশিয়া ও উত্তর কোরিয়ার ঠাণ্ডা যুদ্ধের সম্পর্ক বহুজনবিদিত। তবে ইউক্রেন যুদ্ধের পর দুই দেশ পরস্পরের কাছাকাছি এসেছে। 'শত্রুর শত্রু মিত্র'-এ পরিণত হয়েছে কিমের। ফলে সম্পর্কোন্নতিতে নজর দিয়েছেন কিম। এতে আশঙ্কার ছায়া দেখছে পশ্চিমা দেশগুলি। উত্তর কোরিয়ার সামরিক অস্ত্রের ভাণ্ডার যদি রাশিয়ার হাতে যায় তা ইউক্রেনের জন্য শুভ ফলপ্রসূ হবেনা বলেই ধারণা আন্তর্জাতিক বিশ্লেষক মহলের।