২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০৪:২১:৩৯ পূর্বাহ্ন


নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি! মৃত ২৪
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১১-০৯-২০২৩
নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি! মৃত ২৪ ফাইল ফটো


ভয়াবহ নৌকাডুবি। দুর্ঘটনায় মৃত্যু অন্তত ২৪ জনের। নাইজেরিয়ার নাইজার প্রদেশের মোকওয়াতে ভ্রমণের সময় ডুবে যায় নৌকাটি। ঘটনাটি ঘটেছে রবিবার। দুর্ঘটনায় এখনও অনেকে নিখোঁজ। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। আধিকারিকরা জানিয়েছেন, নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু, যারা নাইজেরিয়ার নাইজার প্রদেশের মোকওয়াতে নৌকায় ভ্রমণের সময় ডুবে গেছে।

১০০ জন লোক একটি নৌকায় চেপে পড়েছিলেন। আর তারপরই মাঝ নদীতে উল্টে যায় নৌকাটি। সব মিলিয়ে প্রায় ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। অনেকে এখনও নিখোঁজ।

নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির প্রাদেশিক প্রধান জয়নাব সুলেমান জানিয়েছেন, নৌকাটিতে ১০০ জনেরও বেশি যাত্রী ছিল এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সুলেমান বলেন, "উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ২৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ৩০ জনকে উদ্ধার করা হয়েছে।"

নৌকাডুবির ঘটনায় ১০০ জনের মৃত্যু হয়েছে

এই সংবাদমাধ্যমের প্রতিবেদনের আগে, চলতি বছরের জুন মাসে উত্তর নাইজেরিয়ায় একটি বড় দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে একটি বিয়ে থেকে ফেরার নৌকাডুবিতে প্রায় শতাধিক মানুষ প্রাণ হারায়, বহু মানুষ নিখোঁজ হয়। পার্শ্ববর্তী নাইজার রাজ্যের কোয়ারা রাজ্যের নাইজার নদীতে এই দুর্ঘটনা ঘটে।

পরিবহনের জন্য নৌকা ব্যবহার

এ সময় স্থানীয় বাসিন্দা উসমান ইব্রাহিম জানান, নিহতের নৌকায় নারী ও শিশুও ছিল। নাইজারের আগবতি গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরে আসার সময় নৌকাটি উল্টে যায়। নৌকাডুবির ঘটনা নাইজেরিয়ার অনেক প্রত্যন্ত অঞ্চলে সাধারণ। আসলে, স্থানীয়ভাবে তৈরি নৌকা সাধারণত এখানে পরিবহনের জন্য ব্যবহৃত হয়।