২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০৪:২৯:৩১ পূর্বাহ্ন


মরক্কোয় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২,০১২, তিন-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১০-০৯-২০২৩
মরক্কোয় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২,০১২, তিন-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ফাইল ফটো


ভূমিকম্পে বিধ্বস্ত মরক্কোয় মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। শুক্রবার রাতের ভয়াবহ ভূমিকম্পে রবিবার সকাল পর্যন্ত মরক্কোয় মোট মৃত্যু ২-হাজার ছাড়িয়েছে, সংখ্যাটি ২,০১২। আহতের সংখ্যা বহু। ধ্বংসস্তূপের নীচে এখনও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

তাই পুরোদমে চলছে উদ্ধারকাজ। বিশ্বের নানা প্রান্ত থেকে মরক্কোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। মরক্কোয় তিন-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

আফ্রিকার উত্তর-পশ্চিমের ছোট পাহাড়ি দেশ মরক্কো। শুক্রবার রাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে সে দেশ। স্থানীয় সময় অনুযায়ী রাত ১১.১১ মিনিট নাগাদ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৮।

এর পর ছোট ছোট কয়েকটি আফটার শকেও কেঁপেছে মরক্কো। মারাকাশ শহর থেকে ৭২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল ভূমিকম্পের উত্‍সস্থল। রাতে যে সময় কম্পন অনুভূত হয়, অনেকেই তখন ঘুমোচ্ছিলেন। ভূমিকম্পের প্রতিঘাতে একাধিক বাড়ি ধূলিসাত্‍ হয়ে গিয়েছে। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। গত ৬০ বছরে মরক্কো এত বীভত্‍স প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়নি। রবিবার সকাল পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২,০১২ ও আহতের সংখ্যা ২,০৫৯।