মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৬৩২ জনের মৃত্যু হয়েছে। আহত অসংখ্য। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৮ মাত্রা বলে জানা গেছে। বিধ্বংসী এই ভূমিকম্পে তীব্র আতঙ্ক ছড়িয়েছে দেশটিতে।
ভয়াবহ এই ভূমিকম্প তুরস্কের ভূমিকম্পের স্মৃতি যেন বিশ্ববাসীকে মনে করিয়ে দিলো । জানা গেছে, শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিট বেশ কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। এর ১৯ মিনিট পর আফ্টার শক অর্থাৎ কম্পনের হালকা ঝটকা অনুভব করেন স্থানীয়রা। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৯। সে দেশের স্বরাষ্টমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ৬৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন ১৫৩ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূমিকম্পে শহরতলি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
মারাকেশ এবং ওকাইমেডেনে সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে। ইউএসজিএসের তরফে জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল মারাকেশ থেকে ৭২ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মাটি থেকে ১৮.৫ কিলোমিটার গভীরে।