২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০৬:৪৯:১২ পূর্বাহ্ন


ব্লিঙ্কেনের সফরের পরেই রুশ মিশাইল হামলা ইউক্রেনে, মৃত - ১৭
রিয়াজ উদ্দিন:
  • আপডেট করা হয়েছে : ০৭-০৯-২০২৩
ব্লিঙ্কেনের সফরের পরেই রুশ মিশাইল হামলা ইউক্রেনে, মৃত - ১৭ ব্লিঙ্কেনের সফরের পরেই রুশ মিশাইল হামলা ইউক্রেনে, মৃত - ১৭


আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের ইউক্রেন সফরের পরেই হামলা চালাল রাশিয়ার সেনারা। পূর্ব ইউক্রেনের একটি বাজারে শক্তিশালী মিশাইল হামলায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে । এতে অন্তন্ত আহত হয়েছেন ৩৮ জন। মার্কিন বিদেশ সচিব চলতি সফরে ১০ লক্ষ মার্কিন ডলার সাহায্য ঘোষণা করেন ইউক্রেনের জন্য। যুদ্ধবিধ্বস্ত দেশের নাগরিক ও সেনার প্রয়োজনে ওই অনুদান ঘোষণা করেন ব্লিঙ্কেন। এর পর বুধবার রাশিয়ান মিশাইল আছড়ে পড়ল ইউক্রেনের মাটিতে।

১৮ মাস ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে এই নিয়ে চতুর্থবার ইউক্রেন সফর গিয়েছিলেন মার্কিন বিদেশ সচিব। তিনি ইউক্রেন ছাড়ার পরেই কোস্টিয়ানতিনিভকা শহরের একটি বাজারে ধেয়ে আসে রাশিয়ার মিশাইল। তাতেই মৃত্যু হয়েছে ১৮ জনের। আহত হয়েছেন কমপক্ষে ৩২ জন। হামলার পরেই কিভ থেকে বিবৃতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তাঁর বক্তব্য, জেনে বুঝেই সাধারণ নাগরিকের বসতি এলাকায় হামলা চালানো হয়েছে।

জেলেনস্কি বলেন, “যাঁর জানেন তাঁরা ভালভাবেই জানেন যে ওই এলাকায় আমজনতা বাস করে। কাছাকাছি কোনও সামরিক ঘাঁটিও নেই।” ইউক্রেন প্রেসিডেন্টের বক্তব্য, জেনে বুঝেই নিরস্ত্র নাগরিকের উপর নৃশংস হামলা চালিয়েছে রুশ সেনা। বিবৃতি দিয়েছে আমেরিকাও। তাদের বক্তব্য, “এই ধরনের নৃশংস রুশ আক্রমণ ইউক্রেনের জনগণকে সমর্থন এবং সাহায্যের গুরুত্ব আরও বাড়িয়ে দিল।”