২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০৬:৪৫:৩৭ পূর্বাহ্ন


জমজমের পানি নিয়ে ৪ নির্দেশনা সৌদির
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৬-০৯-২০২৩
জমজমের পানি নিয়ে ৪ নির্দেশনা সৌদির ফাইল ফটো


সৌদি আরবের দুটি পবিত্র স্থানে জমজমের পানি পান করার ক্ষেত্রে মুসলিম হজযাত্রীদের জন্য চারটি নতুন নির্দেশনা জারি করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গাল্ফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়, নতুন নির্দেশনায় জমজমের পানি পান করার সময় মুসলিম হজযাত্রীদের মধ্যে পরোপকারের মনোভাব দেখানো, ধাক্কাধাক্কি এড়িয়ে অন্যকে সহযোগিতা করা এবং পানি পান করার সময় বয়োজ্যেষ্ঠদের আগে সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।

আরো বলা হয়েছে, জমজমের পানি পান করার পর একবার ব্যবহারযোগ্য কাপগুলো নির্ধারিত স্থানে ফেলতে হবে।

আর পান করার সময় তা সতর্কতার সঙ্গে করতে হবে, যেন মেঝেতে পানি না পড়ে। যাতে করে পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, জমজমের জীবাণুমুক্ত পানি মূলত মুসলিমদের দুই পবিত্র স্থান-মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদিনার মসজিদে নববীতে বিতরণ করা হয়। নতুন ওমরাহ মৌসুম চলাকালে এসব নির্দেশনা জারি করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মুসলিম পুণ্যার্থীদের কাছে জমজমের পানির বিশেষ গুরুত্ব রয়েছে।