২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ১১:১৬:৫৯ পূর্বাহ্ন


সাপাহারে ভ্রাম্যমান আদালতে ৬ ব্যক্তির অর্থ দন্ড
হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৫-০৯-২০২৩
সাপাহারে ভ্রাম্যমান আদালতে ৬ ব্যক্তির অর্থ দন্ড সাপাহারে ভ্রাম্যমান আদালতে ৬ ব্যক্তির অর্থ দন্ড


নওগাঁর সাপাহারে  ভ্রাম্যমান আদালতে ৬ ব্যক্তির অর্থ দন্ড করা হয়েছে । 

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থ দন্ডাদেশ কার্যকর করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন।

সাপাহার মাছ বাজারে পোনা জাতীয় (জাটকা) বিভিন্ন প্রজাতির ছোট মাছ ক্রয়-বিক্রয়ের অপরাধে মৎস্য সংরক্ষণ আইনে মাছ ব্যবসায়ী জুয়েল হোসেন, খাইরুল ইসলাম ও লিটনের ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা অপরদিকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হরমোচন জাতীয় অবৈধ সিরাপ রাখার অপরাধে ১৯৪০ সালের ঔষধ আইনে হরিপুর মোড়ের মুদি দোকানদার রইচউদ্দিন সোহেলের ১০ হাজার টাকা, আব্দুল বারীর ৫ টাকা ও ধর্মপুর গ্রামের মোতালেব হোসেনের ২ হাজার টাকা অর্থ দণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মোবাইল কোট পরিচালনায় থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম সঙ্গীও ফোর্স সহ উপস্থিত ছিলেন।

সুস্বাস্থ্য নিশ্চিত করতে ও জনস্বার্থে ভবিষ্যতে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেস ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন ।