২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০৬:৪২:৫৫ পূর্বাহ্ন


হিজাব ছাড়া মহিলারা প্রবেশ করায় বিনোদন কেন্দ্র বন্ধ করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৫-০৯-২০২৩
হিজাব ছাড়া মহিলারা প্রবেশ করায় বিনোদন কেন্দ্র বন্ধ করল ইরান ছবি: সংগৃহীত


ইরানে হিজাব ছাড়া নারীদের প্রবেশের অনুমতি দেওয়ায় একটি ওয়াটার পার্ক বন্ধ করে দেওয়া হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম সোমবার জানিয়েছে। সিদ্ধান্তটি ইসলামী প্রজাতন্ত্রের কঠোর পোশাক নীতি পালনে ব্যর্থ নারী ও ব্যবসার বিরুদ্ধে কয়েক মাস ধরে চলা কর্তৃপক্ষের পদক্ষেপের অংশ।

কমপ্লেক্স ম্যানেজার মোহাম্মদ বাবাইয়ের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, রবিবার সন্ধ্যা থেকে 'মোজায়ে খোরোশান ওয়াটার পার্ক বন্ধ করে দেওয়া হয়েছে'।

বাবাই বলেছেন, কর্তৃপক্ষ পার্কটি বন্ধ ঘোষণা করেছে, কারণ দর্শনার্থীরা 'সতীত্ব ও হিজাব নীতি উপেক্ষা করেছে'। তিনি জোর দিয়ে বলেন, পার্কটি 'আইন মেনে চলে' এবং নিয়মিত নারী দর্শনার্থীদের হিজাবের নিয়মগুলোকে সম্মান করার জন্য সতর্ক করে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ১৯৮৩ সাল থেকে ইরানে নারীদের জন্য মাথা ও ঘাড় ঢেকে রাখা বাধ্যতামূলক।

এদিকে পার্কে কর্মরত প্রায় এক হাজার লোক তাদের চাকরি হারানোর বিষয়ে উদ্বিগ্ন বলে বাবাই ফার্সকে বলেছেন। মোজায়ে খোরোশান কমপ্লেক্স ৬০ হাজার বর্গমিটার জায়গাজুড়ে বিস্তৃত। এটি বিশ্বের বৃহত্তম ইনডোর ওয়াটার পার্কগুলোর মধ্যেও একটি। পার্কটি ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় পবিত্র শহর মাশহাদের উপকণ্ঠে অবস্থিত, যেখানে শিয়াদের অষ্টম ইমামের মাজারও অবস্থিত।