২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ১১:০৪:০৩ পূর্বাহ্ন


সাপাহারে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপির মৌলিক প্রশিক্ষণ ও সনদ বিতরণ
হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ৩১-০৮-২০২৩
সাপাহারে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপির মৌলিক প্রশিক্ষণ ও সনদ বিতরণ সাপাহারে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপির মৌলিক প্রশিক্ষণ ও সনদ বিতরণ


নওগাঁর সাপাহারে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপির মৌলিক প্রশিক্ষণ ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

"শান্তি-শৃঙ্খলা নিরাপত্তায় সর্বত্র আমরা" স্লোগানকে সামনে রেখে সাপাহার উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলার আই-হাই ইউনিয়নের আশড়ন্দ গ্রামে সমসংখ্যক ইউনিয়নের  ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে ১০ দিন মেয়াদি গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ গত ২০ আগস্ট শুরু হয়। এবং প্রশিক্ষণ কার্যক্রম শেষে আজ ৩১ আগস্ট বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে সমাপনী বক্তব্য ও সনদ প্রদান করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

এ সময় আই-হাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউজ্জামান (টিটু) মাস্টার, আনসার ভিডিপি কর্মকর্তা জুলেখা আক্তার সহ আনসার ভিডিপির ইউনিয়ন দলনেতা-দলনেত্রী উপস্থিত ছিলেন ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন এর বক্তব্যের মাধ্যমে জানা যায়,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওই গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের প্রাথমিকভাবে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে অবদান, সামাজিক দায়বদ্ধতা, প্রাথমিক আইনগত ধারণা প্রদান, নারী ও শিশু পাচার রোধ, বাল্যবিয়ে নিরোধ, যৌতুক প্রদান বন্ধ করা, জন্ম নিয়ন্ত্রণ, ইভটিজিং, এসিড নিক্ষেপ নিয়ন্ত্রণ, মাদক দ্রব্যের অপব্যবহার রোধ, পরিবেশ দূষণ, দুর্নীতি প্রতিরোধ ও শিষ্টাচার, নির্বাচন, দুর্গাপূজা, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদিতে দায়িত্ব পালন, জঙ্গি দমনবিষয়ক আলোচনা, কৃষি, বৃক্ষ রোপণ ও আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহারবিষয়ক আলোচনা, গবাদি পশু/পাখি পালন ও চিকিৎসা পদ্ধতি, মৎস্য চাষ ও চিকিৎসা পদ্ধতি, অগ্নি দুর্ঘটনা ও ভিডিপি সদস্যদের করণীয় প্রভৃতি বিষয়ে পাঠদানের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।