কুয়েতে এক বছরে অস্বাভাবিক মৃত্যু হয়েছে ৭০১ জনের। এর মধ্যে ৪৬৭ জনই অন্য দেশের নাগরিক। সরকারি পরিসংখ্যানের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমসে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন মতে, ২০২২ সালে সড়ক দুর্ঘটনা, আত্মহত্যা ও পানিতে ডোবার মতো বিভিন্ন কারণে ৭০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৩৪ জন কুয়েতি নাগরিক। যার ১৮৪ জন পুরুষ ও ৫১ জন নারী। মৃতদের ৪৬৭ জন প্রবাসী। এর মধ্যে ৩৭৭ পুরুষ আর ৯০ জন নারী।
মৃত্যুর কারণ হিসেবে তালিকার শীর্ষে রয়েছে সড়ক দুর্ঘটনা। যা মোট মৃত্যুর ৪৭ দশমিক ৭ শতাংশ। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩৩৫ জনের। এর মধ্যে ১৪৪ জন স্থানীয় নাগরিক ও ১৯১ জন প্রবাসী।
মোট মৃত্যুর ১১ শতাংশ আত্মহত্যার কারণে হয়েছে। এতে মৃত্যু হয়েছে ৭৭ জনের। এর মধ্যে ৭৪ জনই প্রবাসী। এছাড়া ওপর থেকে পড়ে মারা গেছে ৫৯ জন। যার মধ্যে ৭ জন কুয়েতি নাগরিক আর ৫২ জন প্রবাসী।
পানিতে ডুবে মারা গেছে ২৫ জন। এর মধ্যে ১৫ জন স্থানীয় নাগরিক। বাকি ১০ জন প্রবাসী। এছাড়া অগ্নিকাণ্ডে মারা গেছে ২০ জনের। যার মধ্যে স্থানীয় নাগরিক ৭ আর প্রবাসী ১৬ জন। হামলা বা সংঘাতে মারা গেছে আরও ২৪ জন। যার মধ্যে ৬ জন স্থানীয় নাগরিক আর বাকি ১৮ জন প্রবাসী।
মধ্যপ্রাচ্যের ছোট্ট একটি দেশ কুয়েত। এটি ৯টি দ্বীপ নিয়ে গঠিত। ইরাক ও সৌদি আরবের সঙ্গে এর সীমান্ত রয়েছে। কুয়েতের মোট জনসংখ্যা ৪৫ লাখের মতো। তবে জনসংখ্যার ৭০ শতাংশই বিদেশি।