২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০৮:৩৮:২২ পূর্বাহ্ন


লেবাননে হত্যাকাণ্ড চালানোর চেষ্টা করলে ইসরাইলকে শক্ত জবাব দেয়া হবে : হিজবুল্লাহ
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২৯-০৮-২০২৩
লেবাননে হত্যাকাণ্ড চালানোর চেষ্টা করলে ইসরাইলকে শক্ত জবাব দেয়া হবে : হিজবুল্লাহ লেবাননে হত্যাকাণ্ড চালানোর চেষ্টা করলে ইসরাইলকে শক্ত জবাব দেয়া হবে : হিজবুল্লাহ


ইহুদিবাদী ইসরাইল লেবাননের অভ্যন্তরে কোনো হত্যাকাণ্ড চালানোর চেষ্টা করলে তার ‘শক্তিশালী’ জবাব দেয়া হবে বলে হুমকি দিয়েছেন ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।

সোমবার রাতে লেবাননের রাজধানী বৈরুত থেকে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। ‘লেবাননের দ্বিতীয় স্বাধীনতা’ লাভের ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে সাইয়্যেদ নাসরুল্লাহ ওই ভাষণ দেন।

লেবাননের উত্তর ও পূর্ব সীমান্তের বিস্তীর্ণ এলাকা উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসের কবল থেকে মুক্ত করার পর লেবানন ২০১৭ সালের ২৮ আগস্ট দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করে। খবর পার্সটুডের।

আইএস-বিরোধী ওই অভিযানে লেবাননের সেনাবাহিনীর সঙ্গে ছিল হিজবুল্লাহ। সে সময় উগ্র জঙ্গিদের পরাজিত করা না গেলে তারা লেবানন ও সিরিয়ার কোটি কোটি মানুষের জীবন বিপন্ন করে তুলত।

আইএসকে পরাজিত করার এই ঘটনাকে সে সময় ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলে ঘোষণা দেন সাইয়্যেদ নাসরুল্লাহ। এর আগে ২০০০ সালে হিজবুল্লাহসহ অন্যান্য প্রতিরোধ আন্দোলনের সশস্ত্র সংগ্রামের মুখে ইহুদিবাদী ইসরাইল দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। ওই ঘটনাটি লেবাননের প্রথম স্বাধীনতা নামে পরিচিত।

সাইয়্যেদ নাসরুল্লাহ তার সোমবারের ভাষণে আরো বলেন, ইহুদিবাদী ইসরাইল প্রতিরোধ অক্ষের বিরুদ্ধে যুদ্ধের বছরগুলোতে লেবাননে বহু হত্যাকাণ্ড চালিয়েছে। কিন্তু তারা প্রতিরোধ অক্ষকে দুর্বল করতে পারেনি। হিজবুল্লাহ মহাসচিব বলেন, কোনো প্রকার হুমকি প্রতিরোধ ফ্রন্ট এবং এর অগ্রযাত্রাকে থামাতে সক্ষম হবে না, বরং এটিকে আরও দৃঢ় ও শক্তিশালী করে তুলবে।