২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ১০:৩৫:৪৫ পূর্বাহ্ন


প্রিগোজিনের বিমান বিধ্বস্ত: ১০ মৃতদেহ ও ফ্লাইট রেকর্ডার উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২৬-০৮-২০২৩
প্রিগোজিনের বিমান বিধ্বস্ত: ১০ মৃতদেহ ও ফ্লাইট রেকর্ডার উদ্ধার প্রিগোজিনের বিমান বিধ্বস্ত: ১০ মৃতদেহ ও ফ্লাইট রেকর্ডার উদ্ধার


ধারণা করা হচ্ছে বিধ্বস্ত বিমানটিতে মৃত ১০ আরোহীর মৃতদেহের মধ্যে ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভগেনি প্রিগোজিন ছিলেন। ফ্লাইটটিতে দুটি রেকর্ডার  উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া ।

তদন্তকারীরা জানিয়েছেন, মৃতদেহগুলো শনাক্ত করতে জেনেটিক পরীক্ষা করা হচ্ছে।

বুধবার মস্কোর উত্তরে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি বোমা বা ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে, এমন জল্পনা ডালপালা মেলেছে।

কিন্তু ক্রেমলিন প্রিগোজিনকে হত্যার নির্দেশ দিয়েছিল, এমন দাবী ‘পুরোপুরি মিথ্যা’ বলে বিবিসিকে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র পেশকভ বিবিসিকে বলেন, বুধবার তিভিয়ের অঞ্চলে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর সবার ‘শোচনীয়’ মৃত্যু নিয়ে ‘নানা অনুমান’ ছড়িয়েছে।

“আর পশ্চিমাদের ক্ষেত্রে এ সমস্ত জল্পনা অবশ্যই একটি নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকেই হচ্ছে। এগুলো সবই পুরোপুরি মিথ্যা। আমরা যখন এ বিষয়ে কথা বলছি, তখন অবশ্যই আমাদের প্রকৃত ঘটনাটাই বলা উচিত।

“আসলেই কী ঘটেছে সে সম্পর্কে আমরা বেশিকিছু জানি না। সরকারি তদন্তের মধ্য দিয়ে প্রকৃত ঘটনাটি স্পষ্ট করে জানা দরকার, যেটি এখন চলছে,” বলেন তিনি।

এমব্রায়ার লিগ্যাসি ৬০০ জেট বিমানটির আরোহীদের মধ্যে ওয়াগনার প্রধান প্রিগোজিন ও তার প্রধান সহচর দিমিত্রি ইউতকিনের পাশাপাশি আরও পাঁচ যাত্রী ও তিন ক্রু ছিলেন।