২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ১০:৫৫:৩৪ পূর্বাহ্ন


মাদাগাস্কারে খেলা দেখতে গিয়ে ভিডের চাপে মৃত ১২, আহত ৮০
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৬-০৮-২০২৩
মাদাগাস্কারে খেলা দেখতে গিয়ে ভিডের চাপে মৃত ১২, আহত ৮০ ফাইল ফটো


মাদাগাস্কার স্টেডিয়ামে ভয়াবহ দুর্ঘটনার জেরে প্রাণ হারালেন ১২ জন মানুূষ, জখম অন্তত ৮০ জন। ইন্ডিয়া ওশেন আইল্যান্ড গেমসের ওপেনিং সেরিমনি চলাকালীন স্টেডিয়ামের মধ্যেই দর্শকদের চাপে পদপিষ্ট হয়ে মারা যান ১২ জন। আহত হয়েছেন ৮০ জনেরও বেশি মানুষ।

শুক্রবার খেলা চলার সময় ৫০ হাজার দর্শক উপস্থিত ছিলেন স্টেডিয়ামে।

১৯৭৭ সালে ইন্টারন্যাশন্যাল অলম্পিক কমিটির পক্ষ থেকে এই খেলা চালু করা হয়। মাদাগাক্সারের প্রেসিডেন্ট অ্যান্দ্রি রাজোলিনার তরফে মৃতদের প্রতি শোকজ্ঞাপন করেন।ঘটনার সময় তিনিও উপস্থিত ছিলেন স্টেডিয়ামে।

তিনি জানান, "দুর্ভগ্যাজনকভাবে একটি দুর্ঘটনা ঘটে গেছে ঠেলাঠালির কারণে,স্টেডিয়ামে ঢোকার মুখে মৃত্যু এবং আহত হওয়ার ঘটনা ঘটেছে। "

স্টেডিয়ামের ভেতর ভিড়ে চাপে অনেকেই হারিয়ে ফেলেন নিজেদের সঙ্গে আনা জিনিস।পায়ের জুতো ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় স্টেডিয়ামের ঢোকার মুখে।ঘটনার বিভিন্ন ছবি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

স্টেডিয়ামে দুর্ঘটনাগ্রস্থ হওয়ার বিষয়টি এই প্রথম নয় এর আগে ২০১৯ সালে একই রকমবাবে দুর্ঘটনায় প্রাণ হারান ১৫ জন মানুষ।