২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ১০:৫৯:০০ পূর্বাহ্ন


জীবনে করা মারাত্মক কিছু ভুলের ফল পেয়েছেন প্রিগোজিন, ‌দাবি পুতিনের
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৫-০৮-২০২৩
জীবনে করা মারাত্মক কিছু ভুলের ফল পেয়েছেন প্রিগোজিন, ‌দাবি পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত


বিমান দুর্ঘটনায় মৃত রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যুর বিষয়ে মুখ খুললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার পুতিন বলেন, '‌প্রিগোজিনের সঙ্গে আমার পরিচয় বহুদিনের। ৯০ দশকের শুরুর দিকে তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল।

নিজের জীবনে তিনি মারাত্মক কিছু ভুল করেছিলেন এবং সেসবের ফলও পেয়েছেন।'‌ তিনি আরও বলেন, '‌কুঝেনকিনো অঞ্চলে বিমান দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে, তাদের সবার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এটা খুবই হৃদয়বিদারক একটি দুর্ঘটনা।'‌ পুতিন জানিয়েছেন, রাশিয়ার তদন্তকারী সংস্থা এই ঘটনার তদন্ত শুরু করেছে। দ্রুত সমস্ত তথ্য জানা যাবে।

তিনি বলেন, '‌যত দূর জানি প্রিগোজিন আফ্রিকা থেকে ফিরেছিলেন। কয়েকজন কর্মকর্তার সঙ্গে দেখা করতে সেখানে গিয়েছিলেন তিনি। এরপর বিমান দুর্ঘটনার খবর পাই।'‌ বুধবার সন্ধ্যায় 'এমব্রেয়ার লিগ্যাসি' নামের একটি বিমানে রাশিয়ার মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ শহরে যাচ্ছিলেন ওয়াগনার প্রধান প্রিগোজিন। পথে কুঝেনকিনো এলাকায় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটিতে তিনজন ক্রু সহ মোট ১০ জন যাত্রী ছিলেন। বিমানের সব যাত্রীই মৃত বলে জানা গেছে। রুশ সংবাদমাধ্যমের দাবি, ওয়াগনার প্রধান প্রিগোজিনের মৃতদেহ প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে। তবে ডিএনএ পরীক্ষা এখনও বাকি।