অধিকৃত পশ্চিম তীরে সন্দেহভাজন ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে দুই ইসরাইলি নিহত হয়েছেন। শনিবার (১৯ আগস্ট) নাবলুস শহরের হুয়ারা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার একজন বন্দুকধারীর গুলিতে দুইজন ফিলিস্তিনি মারা গেছেন। হামলার পর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই প্রাণ হারাণ তারা। সন্দেহ করা হচ্ছে অস্ত্রধারী ওই ব্যক্তি ফিলিস্তিনি।
ইসরাইলি সেনারা জানিয়েছে, নিহত দুই ইসরাইলি নাগরিকের বয়স যথাক্রমে ৬০ ও ২৯ বছর । নিহতরা সম্পর্কে বাবা-ছেলে বলে জানা গেছে।
ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আরবি ভাষার একটি গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে। এতে ফিলিস্তিনি সন্দেজভাজনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে বলা হয়, হুয়ারায় বেশ কয়েকজন ইসরাইলি নাগরিককে লক্ষ্য করে গুলি করা হয়। এতে দুজন নিহত হয়েছেন।
হামলার পর ওই অস্ত্রধারী ব্যক্তি পালিয়ে গেছেন। এরইমধ্যে তাকে ধরতে অভিযানের পাশাপাশি বিভিন্ন যায়গায় তল্লাশি চৌকি বসিয়েছে ইসরাইলি সেনারা।
১৫ মাস ধরে পশ্চিম তীরে ইসরাইলি সেনার অভিযান ও নতুন করে অবৈধ বসতি স্থাপনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। প্রায়ই পশ্চিম তীরে ফিলিস্তিনি হত্যার ঘটনা ঘটে।