২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০২:৩৮:৪৯ অপরাহ্ন


মালয়েশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৭-০৮-২০২৩
মালয়েশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০ ছবি: সংগৃহীত


বৃহস্পতিবার মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে একটি জেট বিমান গাড়ি এবং মোটর সাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়ে বিধ্বস্ত হয়। ঘটনায় অন্তত ১০জন নিহত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য স্ট্রেইটস টাইমস।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহত ১০ জনের মধ্যে বিমানের আটজন এবং বাকি দুইজন ছিলেন মোটর সাইকেল এবং গাড়ি চালক।

পাহাং রাজ্য বিধানসভার স্পিকার মহম্মদ সরকার শামসুদিন ফেসবুকে জানিয়েছেন, নিহতদের মধ্যে জোহারি হারুন (৫৪) নামের একজন রাজনীতিবিদ ছিলেন।

মালয়েশিয়ার গণমাধ্যমের সঙ্গে কথা বলা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেল আরোহীকে আগুনে পুড়তে ও চিৎকার করতে দেখে তারা অসহায় বোধ করেছেন।

মালয়েশিয়ার সিভিল এভিয়েশন অথরিটি (সিএএএম) বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন। বিমানটিতে ছয় যাত্রী ও দুইজন ক্রু ছিলেন।

পুলিশ জানিয়েছে, তারা এখনও দুর্ঘটনার তদন্ত করছে এবং নিহতদের পরিচয় নিশ্চিত করার জন্য  ময়নাতদন্ত চালানো হচ্ছে। মালয়েশিয়ার বাদশাহ সুলতান আবদুল্লাহ আহমেদ শাহ বিকেল সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

মালয়েশিয়ার পরিবহন মন্ত্রী অ্যান্থনি লোক বৃহস্পতিবার সন্ধ্যায় সুবাং বিমানবন্দরে দুর্ঘটনার বিষয়ে প্রশ্ন তুলে একটি সংবাদ সম্মেলন করেন।