২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০২:৩৮:০৮ অপরাহ্ন


করদাতা বেড়েছে ১২ লাখের বেশি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৬-০৮-২০২৩
করদাতা বেড়েছে ১২ লাখের বেশি করদাতা বেড়েছে ১২ লাখের বেশি


বিভিন্ন ধরনের নিবন্ধন, সনদ, লাইসেন্সপ্রাপ্তি, আবেদন জমা দেওয়াসহ ৩৮ ধরনের সেবা গ্রহণের সময় আয়কর রিটার্নের প্রমাণ জমা বাধ্যতামূলক করায় ২০২২-২৩ অর্থবছরে করদাতা বেড়েছে ১২ লাখ ৩৭ হাজার ৩৫৭ জন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২২ সালের ১ জুন থেকে ৩৮ ধরনের পরিষেবা পাওয়ার জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণ জমা দেওয়া বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড। বর্তমানে ব্যক্তিগত আয়ের করশূন্য সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা। এ সীমার নিচে আয় হলে বর্তমানে কোনো আয়কর জমা না দিয়েই রিটার্ন স্লিপ পাওয়া যায়। এনবিআরের তথ্য অনুসারে, সরকারি সেবা পেতে রাজস্ব বোর্ডের নতুন বিধির কারণে ১২ লাখ ৩৭ হাজার ৩৫৭ জন নতুন করদাতা যুক্ত হয়েছে। এতে করদাতা শনাক্তকরণ নম্বরধারীদের (টিআইএন) সংখ্যা ৯০ লাখে উন্নীত হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ১৬ শতাংশ বেশি। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত, প্রায় ৭৭ লাখ টিআইএনধারী ছিল। জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা বলেছেন, আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণ বাধ্যতামূলক করায় অনেক মানুষকে টিআইএন নিতে এবং ২০২২-২৩ অর্থবছরে আয়কর রিটার্ন জমা দিতে বাধ্য করেছে। ফলে আয়কর রিটার্ন দাখিলকারীর সংখ্যা ১০ লাখের বেশি বেড়েছে এবং চলতি বছর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত প্রায় ৩৪ লাখ ব্যক্তি এবং ৩৩ হাজার ৯০৫ কর্পোরেট করদাতা তাদের ট্যাক্স রিটার্ন জমা দিয়েছেন। ২০২১-২২ অর্থবছরে ২৫ লাখ ৯০ হাজার ৫৩১ ব্যক্তি এবং কর্পোরেট করদাতারা দেশব্যাপী তাদের আয়কর রিটার্ন জমা দিয়েছিলেন। নতুন টিআইএনধারীদের অনেকেই চলতি অর্থবছরে তাদের আয়কর রিটার্ন জমা দেবেন। কর দেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে সময় লাগবে বলে জানান একজন সিনিয়র কর কর্মকর্তা। জানা গেছে, সারা দেশে ৩১টি অঞ্চলের মধ্যে খুলনা কর অঞ্চল থেকে গত বছর সর্বোচ্চ নতুন সংখ্যক করদাতা যুক্ত হয়েছে। আগের অর্থবছরের তুলনায় ২০২২-২৩ অর্থবছরে টিআইএনধারীর সংখ্যা ১৮৭ শতাংশ বেড়ে ৮ লাখ ৫৬ হাজার ৩৮৫ জনে দাঁড়িয়েছে; যা ২০২১-২২ অর্থবছরে ছিল ২ লাখ ৯৮ হাজার ৮৯২ জন। খুলনা কর অঞ্চলের মধ্যে যশোর সার্কেলে সারা দেশে সর্বোচ্চ ৪০ হাজার আয়কর রিটার্ন জমা হয়। করদাতাদের সেবা বাড়াতে যশোর ও কুষ্টিয়ায় দুটি নতুন কর অঞ্চল খোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। এনবিআর কর্মকর্তারা বলেছেন, অনলাইনে ট্যাক্স রিটার্ন জমা দেওয়া এবং আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণ বাধ্যতামূলক করায় আরও বেশি মানুষকে করের আওতায় আসতে উৎসাহিত করতে পারে। আগের বছরের একই সময়ের তুলনায় গত অর্থবছরে আয়কর সংগ্রহ ১০ দশমিক ০৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২২-২৩ অর্থবছরে ১ লাখ ২২ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে ১ লাখ ১৩ হাজার কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছে এনবিআর। ঢাকার কর অঞ্চল ৪, ৯ এবং ৮ গত বছর আয়কর আদায়ে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে। নিবন্ধিত করদাতাদের মধ্যে ১ হাজার ১০৩ ব্যক্তি এবং কোম্পানি উভয়ই বড় করদাতা হিসেবে বিবেচিত হয়। সর্বোচ্চ সংখ্যক নিবন্ধিত করদাতার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কুমিল্লা, তারপর ঢাকা, রাজশাহী এবং গাজীপুর কর অঞ্চল-৩। সরকার প্রত্যক্ষ করের মাধ্যমে রাজস্বের ৫০ শতাংশ সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করে।