২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০২:৪৩:০২ অপরাহ্ন


হিমাচলে মৃতের সংখ্যা বেড়ে ৬০
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৬-০৮-২০২৩
হিমাচলে মৃতের সংখ্যা বেড়ে ৬০ ছবি: সংগৃহীত


ভারী বৃষ্টি ও ভূমিধসে ভয়ঙ্কর পরিস্থিতি হিমাচল প্রদেশে। নদীর পানি বেড়ে ভেসে গেছে সেতু, রাস্তা। বহু ঘর-বাড়ি, মন্দির ভেঙে পড়েছে। মৃতের সংখ্যা বেড়ে ৬০। আহত বহু। এই অবস্থায় রাজ্যটিকে পুনরুজ্জীবিত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হলো হিমাচল কংগ্রেস। তাদের আবেদন, হিমাচল প্রদেশকে দুর্যোগ-বিধ্বস্ত রাজ্য ঘোষণা করা হোক।

বুধবার (১৬ আগস্ট) হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানান, গত ১৩ আগস্ট থেকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্য। এখন পর্যন্ত সেখানে প্রাণ হারিয়েছেন ৬০ জন। মঙ্গলবার তিনটি দেহ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে একটি সিমলার এক মন্দিরের নিচে চাপা পড়েছিল। ওই মন্দিরের নিচে এখনো ১০ জনের আটকে থাকার আশঙ্কা রয়েছে। বাকি দুটি দেহ উদ্ধার হয়েছে ধসের স্তূপ থেকে।

সিমলার কৃষ্ণনগর এলাকায় বৃষ্টির তোড়ে ভেসে গেছে বহু বাড়ি। রাজ্যের বহু এলাকা বিদ্যৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে, পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে হিমাচলের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন।

দুর্যোগে কাবু রাজ্যের অবস্থা তুলে ধরেই কেন্দ্রের কাছে বিশেষ সাহায্যের আবেদন জানিয়েছেন, প্রদেশ সভাপতি তথা হিমাচলের কংগ্রেস সংসদ সদস্য প্রতিভা বীরভদ্র সিং। তার দাবি, প্রধানমন্ত্রীর উচিত হিমাচল প্রদেশকে দুর্যোগ-বিধ্বস্ত রাজ্য ঘোষণা করা। সে অনুযায়ী, পুনরুজ্জীবিত করে তোলার কাজ শুরু করা। কংগ্রেস সদস্যদের আবেদন, অবিলম্বে হিমাচলের জন্য বিশেষ ব্যবস্থা নিক কেন্দ্র। যাতে করে এ রাজ্যের মানুষ স্বাভাবিক ছন্দে ফিরতে পারেন।

অন্যদিকে উত্তরাখণ্ডের পরিস্থিতিও বেশ উদ্বেগজনক। আগামী চারদিন চলবে টানা বৃষ্টি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সোমবার প্রবল বর্ষণের জেরে উদ্ধারকাজ বন্ধ করে দিতে হয়েছিল। তবে গতকাল থেকে ফের কাজে নেমেছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।