১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ১২:০৭:৩৩ পূর্বাহ্ন


নাইজারে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ১৭ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৬-০৮-২০২৩
নাইজারে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ১৭ সেনা নিহত মরুভূমিতে টহল দিচ্ছে নাইজার সেনারা। ছবি: সংগৃহীত


উত্তর আফ্রিকার দেশ নাইজারে সন্ত্রাসী হামলায় দেশটির অন্তত ১৭ জন সেনা সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২০ জন। রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের তিন সপ্তাহের মাথায় মঙ্গলবার (১৫ আগস্ট) এ হামলার ঘটনা ঘটল।

গত ২৬ জুলাই নাইজারে সামরিক অভ্যুত্থান ঘটে। এর মধ্যদিয়ে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে ক্ষমতাচ্যুত করে বন্দি করা হয়। অভ্যুত্থানের পর থেকে দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা অব্যাহত রয়েছে। এর মধ্যেই সেনাদের ওপর হামলা হলো।
 
আল জাজিরার প্রতিবেদন মতে, ঘটনাটি ঘটেছে প্রতিবেশী মালির সীমান্তের কাছে। নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুটুঙ্গুর নিকটেই বোনি ও তোরোদির মাঝামাঝি এলাকায় টহলরত সেনাদের ওপর অতর্কিত হামলা চালায় আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা। এতে ১৭ জন সেনা নিহত হয়। আহত সেনাদের দ্রুত উদ্ধার করে রাজধানী নিয়ামিতে নেয়া হয়েছে।
 
বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলার পর পাল্টা হামলা চালানো হয়। এতে শতাধিক সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়। এ সময় প্রায় ৫০টি মোটর সাইকেল ধ্বংস হয়। এদিকে নিহত সেনা সদস্যদের জন্য শোক প্রকাশ ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সরকার।