২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০৩:৫৪:৫৬ অপরাহ্ন


ভারতে মন্দির ধসে ৯ জনের মৃত্যু, আটকা আরও অনেকেই
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৪-০৮-২০২৩
ভারতে মন্দির ধসে ৯ জনের মৃত্যু, আটকা আরও অনেকেই ধসে পড়া মন্দিরের ধ্বসাবশেষে অনুসন্ধান করছেন স্থানীয় প্রশাসন। ছবি: ইন্ডিয়া টুডে


ভারতের হিমাচল প্রদেশের শিমলায় একটি শিব মন্দির ধসে পড়ে ৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া বহু মানুষ ঘটনাস্থলে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর ইন্ডিয়া টুডের।

প্রতিবেদনে জানা গেছে, সোমবার (১৪ আগস্ট) শিমলার সামার হিল এলাকার একটি মন্দিরে শাওয়ান উপলক্ষে পূজা দিতে ভিড় জমান ভক্তরা। এ সময় মন্দিরটিতে প্রায় ৫০ জন উপস্থিত ছিলেন।

মন্দিরের ভূমিধসের বিষয়টি নিশ্চিত করেছেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং শিখু। টুইট বার্তায় তিনি বলেন, ‘ভারি বৃষ্টিপাতের কারণে সিমলার সামার হিলের শিব মন্দির ধসে পড়েছে। এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’
 
তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসন ধ্বংসাবশেষে উদ্ধার অভিযান চালাচ্ছে। ধ্বংসস্তূপে এখনও অনেকেই আটকা থাকতে পারেন।
 
টুইটবার্তায় মুখ্যমন্ত্রী আরও জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করতে যাচ্ছেন।
 
এদিকে, হিমাচল প্রদেশের সোলানে একটি গ্রামে আকস্মিক বৃষ্টির কারণে পানি বেড়ে সাতজনের মৃত্যু হয়েছে। রোববার (১৩ আগস্ট) গভীর রাতে জাদন গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে এক কর্মকর্তা জানিয়েছেন, ছয়জনকে উদ্ধার করা হয়েছে।