০২ মে ২০২৪, বৃহস্পতিবার, ০১:৪২:২৯ অপরাহ্ন


বঙ্গবন্ধুর পলাতক ‘৫ খুনির’ তথ্য দিলেই পুরস্কার
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৪-০৮-২০২৩
বঙ্গবন্ধুর পলাতক ‘৫ খুনির’ তথ্য দিলেই পুরস্কার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি


বঙ্গবন্ধুর পলাতক ৫ খুনির তথ্য দিতে পারলে সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সোমবার (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে ৭ জন ধরাছোঁয়ার বাইরে। পলাতক দুই জনকে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্র এবং কানাডা সহযোগিতা করছে না। বাকি পাঁচ জনের বিষয়ে সরকারের কাছে কোন তথ্য নেই।
 
তাদের বিষয়ে নাগরিকরা কোন তথ্য দিতে পারলে পুরস্কৃত করা হবে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের ফেরাতে বারবার চিঠিও দেয়া হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানানোও হয়েছে আমেরিকান দূতাবাসকে। অন্যদিকে কানাডায় পলাতক খুনিকে ফেরাতে বারবার পদক্ষেপ নিলেও দেশটি নানান অজুহাত দেখাচ্ছে।