২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৭:৪৬:৩৮ অপরাহ্ন


যারা কখনও জান্নাত থেকে বঞ্চিত হবে না
ধর্ম ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১১-০৮-২০২৩
যারা কখনও জান্নাত থেকে বঞ্চিত হবে না ফাইল ফটো


মানুষ সৃষ্টির সেরা জীব। আল্লাহ তাআলা মানুষকে অনেক ভালোবেসে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। এটি মুমিন মুসলমানের জন্য সৌভাগ্য। আল্লাহ তাআলা এ মানুষকেই তার কালেমার প্রতি বিশ্বাস এবং এর বাস্তবায়নকারী নির্ধারণ করেছেন। কালেমার স্বীকৃতি দেওয়ায় রয়েছে সেরা পুরস্কার। স্বীকৃতিদানকারীদের কেউই এ পুরস্কার থেকে বঞ্চিত হবে না। কী সেই পুরস্কার?

হাদিসের দিকনির্দেশনা অনুযায়ী যারা কালেমার ওপর বিশ্বাস স্থাপন করবে এবং তা কথা ও কাজে বাস্তবায়ন করবে তার জন্য রয়েছে সবার সেরা পুরস্কার। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তাহলো সুনিশ্চিত জান্নাত। হাদিসে পাকে এসেছে-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, ‘আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ ( ইবাদাতের উপযুক্ত উপাস্য) নেই এবং আমি আল্লাহর রাসুল।’ (আল্লাহর) যে কোনো বান্দা সন্দেহাতীতভাবে এ বাক্য দুটির ওপর ঈমান আনবে এবং সে আল্লাহ তাআলার সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে, সে জান্নাত থেকে বঞ্চিত হবে না। (মুসলিম, নাসাঈ, বাইহাকি)

যারা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ আহ্বান মনে প্রাণে গ্রহণ করবে, তারাই হবে সফলকাম। পরকালের চিরস্থায়ী জীবনের সুখ ও শান্তির আবাসস্থল জান্নাতও তাদের জন্য সুনিশ্চিত এবং নির্ধারিত। উল্লেখিত হাদিসই তার প্রমাণ।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ হাদিসের শিক্ষা গ্রহণ করে তাঁর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন এবং নবিজিকে সর্বশেষ নবি ও রাসুল হিসেবে স্বীকৃতি প্রদানের মাধ্যমে সেরা পুরস্কার জান্নাত পাওয়ার তাওফিক দান করুন। আমিন।