১৮ মে ২০২৪, শনিবার, ১২:২৪:২৩ অপরাহ্ন


আত্মমর্যাদা ও সম্মান লাভের আমল
ধর্ম ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৭-০৮-২০২৩
আত্মমর্যাদা ও সম্মান লাভের আমল ফাইল ফটো


আল্লাহ তাআলা বান্দাকে তাঁর সুন্দর সুন্দর নামের জিকির বা আমল করার কথা বলেছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে আলাদা আলাদাভাবে এ নামের জিকিরের আমল ঘোষণা করেছেন। আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের মধ্যে (اَلْمُعِزُّ) ‘আল-মুই’য্‌যু’ একটি। যার অর্থ হলো- ‘মযাদা ও সম্মান প্রদানকারী।’

সংক্ষেপে এ গুণবাচক নাম (اَلْمُعِزُّ) ‘আল-মুই’য্‌যু’ -এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-

উচ্চারণ : ‘আল-মুই’য্‌যু’

অর্থ : ‘মর্যাদা ও সম্মান প্রদানকারী।’

ফজিলত

>> যে ব্যক্তি আল্লাহ তাআলার এ পবিত্র গুণবাচক নামটি সোমবার অথবা জুমআর রাতে ১৪০ বার পাঠ করে তবে মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা সৃষ্টি হয় এবং ওই ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো ভয়ে পরীক্ষিত হয় না।

>> যে ব্যক্তি নিজের মর্যাদা বৃদ্ধি করতে চায় এবং সকলের সম্মানের ব্যক্তি হতে চায় সে যেন প্রতিদিন ৪১ বার আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক (اَلْمُعِزُّ) ‘আল-মুই’য্‌যু’-এর জিকির করে।

>> অন্যত্র এসেছে, ‘যে ব্যক্তি এ পবিত্র গুণবাচক (اَلْمُعِزُّ) ‘আল-মুই’য্‌যু’ নামের তাসবিহ প্রত্যেক সোমবার ও শুক্রবার নামাজের পর আদায় করবে ওই ব্যক্তি প্রভাব ও সম্মানের অধিকারী হবে।

পরিশেষে...

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ গুণবাচক নামের তাসবিহ আদায়ের মাধ্যমে দুনিয়ার মুখাপেক্ষিতা হতে মুক্ত থেকে আত্ম-সম্মান লাভ করার তাওফিক দান করুন। আমিন।