১৭ মে ২০২৪, শুক্রবার, ১১:৪০:৫৩ পূর্বাহ্ন


রাজশাহী জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ১৮
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ৩০-০৭-২০২৩
রাজশাহী জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ১৮ ফাইল ফটো


রাজশাহী জেলার বিভিন্ন বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত থেকে রোববার ভোর পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (৩০ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন।

জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৩ জন, তানোর থানা ০৩ জন, দুর্গাপুর থানা ০১ জন, পুঠিয়া থানা ০১ জন, চারঘাট মডেল থানা ০৪ জন, বাঘা থানা ০২ জন ও ডিবি পুলিশ ০৪ জনকে আটক করে। 

যার মধ্যে ০৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৮ জনকে মাদকদ্রব্যসহ ০৭ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। 

গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং মোঃ রুহুল আমিন(৫৪) কে ৫০গ্রাম হেরোইনসহ আটক করে। 

চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোঃ রিপন(৩০) কে ১৫লিটার চোলাইমদসহ আটক করে। 

বাঘা থানা পুলিশ ১নং মোঃ সবুজ আলী(৩৬) কে ৪০বোতল ফেন্সিডিল ও ২নং মোঃ শফিকুল ইসলাম(৪১) কে ২২০লিটার চোলাইমদসহ আটক করে। 

ডিবি পুলিশ রাজশাহী কর্তৃক গোদাগাড়ী থানা এলাকা হতে ১নং মোসাঃ তাজরিন খাতুন(২৫) কে ৫০গ্রাম হেরোইন, ২নং মোসাঃ নিলুফা বেগম(৫৫), ৩নং মোঃ মোন্তাজ আলী(৬৫) ও ৪নং মোঃ আসলাম মিয়া(৫২) কে ০১কেজি গাঁজাসহ আটক করে। 

আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।