২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৬:৪৭:৪৪ অপরাহ্ন


রাণীনগরে চেয়ারম্যানের পুকুরে বিষ প্রয়োগে প্রায় ৩ লক্ষ টাকার মাছ নিধন
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ)
  • আপডেট করা হয়েছে : ০৩-০৭-২০২৩
রাণীনগরে চেয়ারম্যানের পুকুরে বিষ প্রয়োগে প্রায় ৩ লক্ষ টাকার মাছ নিধন ফাইল ফটো


নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ মোল্লার পুকুরে রবিবার রাতে কে বা কাহারা  বিষ প্রয়োগ করে প্রায় ৩ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বনমালিকুড়ি গ্রামে।  

পুকুর মালিক আব্দুল আজিজ বলেন, বনমালিকুড়ি গ্রামে তার নিজস্ব পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ ছেড়ে দিয়ে চাষ করে আসছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে কে বা কাহারা পুকুরে বিষ প্রয়োগ করেছে। সোমবার সকালে পুকুরে গিয়ে দেখতে পান পুকুরের মাছ মরে ভেসে ওঠছে। প্রায় তিন বিঘা পরিমান ওই পুকুরে বিষ প্রয়োগে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পুকুরে বিষ প্রয়োগের খবর পেয়ে সেখানে একজন অফিসারকে পাঠানো হয়েছিল। তবে এঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।