১৭ মে ২০২৪, শুক্রবার, ১২:৫১:৪৩ অপরাহ্ন


পত্নীতলায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়
শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ১৮-০৬-২০২৩
পত্নীতলায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় পত্নীতলায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


পত্নীতলায় কষি অফিসের আয়োজনে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় রোববার তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শেষে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহায়মিনুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান, সাবেক জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিষদের সদস্য মোছাঃ ফাতেমা জিন্নাহ ঝরনা, উপজেলা মৎস্য অফিসার আবু সাঈদ, মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, উপজেলা সমাজসেবা ভারপ্রাপ্ত অফিসার শহিদুল ইসলাম, পত্নীতলা প্রেসক্লাবের ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রল্লাদ কুমার কুন্ডু, জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক, অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, কৃষকবৃন্দ, সূধীজন প্রমুখ।

অতিথিবৃন্দ ফিতা কেটে মেলার উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন এবং আলোচনা শেষে কৃষকদের মাঝে প্রনোদনার সার ও বীজ তুলে দেন।