১৭ মে ২০২৪, শুক্রবার, ০৮:১৮:১৩ পূর্বাহ্ন


কৃষকের কাছেও দক্ষতার সার্টিফিকেট থাকতে হবে -মন্ত্রী ইমরান আহমদ
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ১১-০৬-২০২৩
কৃষকের কাছেও দক্ষতার সার্টিফিকেট থাকতে হবে -মন্ত্রী ইমরান আহমদ কৃষকের কাছেও দক্ষতার সার্টিফিকেট থাকতে হবে -মন্ত্রী ইমরান আহমদ


প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন,প্রধানমন্ত্রী বলেছেন,বিদেশে মানুষ পাঠালে দক্ষ করে গড়ে তুলে পাঠাতে হবে।দক্ষ শ্রমীকের কোন বিকল্প নেই। এখন বিভিন্ন দেশে কৃষকদের যাবার ব্যবস্থা করেছি।তাই একজন কৃষকেরও দক্ষতা সার্টিফিকেট থাকতে হবে।ধান লাগানোপর দক্ষতা,আমপাড়ার দক্ষতা,আমগাছ লাগানোর দক্ষতাসহ কৃষি কাজে যে কোন দক্ষতা প্রয়োজন। মন্ত্রী বলেন,প্রত্যেকটা কাজে দক্ষতার সার্টিফিকেট যদি থাকে তাহলে এমনিতেই এক হাজারের বেতন দক্ষতার কারনে দুই হাজার হবে। সুতরাং দক্ষতা হাসিলের কোন বিকল্প নেই।দক্ষতা হাসিল করলে একদিকে যেমন নিজের লাভ,অন্যদিকে দেশের লাভ। তাই প্রতিটি মানুষকে দক্ষ হিসেবে গড়ে তুলতেই কারিগরি প্রশিক্ষন কেন্দ্র স্থাপন্ করা হয়েছে।

রোববার দুপুরে নওগাঁর রাণীনগরে নব-নির্মিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জনশক্তি,কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলম এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল। অন্যদের মধ্যে ৪০টি টিটিসি ও ১টি আইএমটি স্থাপন প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী,নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) জাকির হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গাজিউর রহমান পিপিএম,রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল রউফ দুলু,নওগাঁর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন প্রমূখ উপস্থিত ছিলেন।