আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গাওয়া শহরের কাছে একটি সোনাখনিতে বিস্ফোরণে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। সোমবারের বিস্ফোরণে নারী, শিশুসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা বলেন, সোনাখনির কাছেই বিস্ফোরক সংরক্ষণ করে রাখা হয়েছিল। সেগুলো বিস্ফোরিত হলে হতাহতের এ ঘটনা ঘটে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, সোনাখনিতে বিস্ফোরণের ঘটনায় আহত ব্যক্তিদের গাওয়া আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে আঞ্চলিক একজন কৌঁসুলি বলেন, সোনাখনিতে বিস্ফোরণের মর্মান্তিক এই ঘটনা নিয়ে একটি তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
রাজশাহীর সময় /এএইচ