২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৯:৩৪:৪০ অপরাহ্ন


রাণীনগরে বাংলা নববর্ষকে বরণ করতে মঙ্গল শোভাযাত্রা
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ)
  • আপডেট করা হয়েছে : ১৪-০৪-২০২৩
রাণীনগরে বাংলা নববর্ষকে বরণ করতে মঙ্গল শোভাযাত্রা রাণীনগরে বাংলা নববর্ষকে বরণ করতে মঙ্গল শোভাযাত্রা


“নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি’ জরাজীর্ণ সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে বাঙ্গালীর প্রাণের উৎসব বাংলা নববর্ষকে বরণ করতে এবং বাঙ্গালী জাতির সার্বিক মঙ্গল কামনায় এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে উপজেলা প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবার পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। এর পর উপজেলা পরিষদ হরলুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা কামরুন নাহার আক্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মাহবুবুল আলম, সদর ইউপি চেয়ারম্যাান চন্দনা সারমিন রুমকিসহ প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।