১৭ মে ২০২৪, শুক্রবার, ০৭:৫৯:২৭ পূর্বাহ্ন


নওগাঁয় কৃষকের ক্ষেত পুড়িয়ে দেওয়ার অভিযোগ
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ০৭-০৪-২০২৩
নওগাঁয় কৃষকের ক্ষেত পুড়িয়ে দেওয়ার অভিযোগ নওগাঁয় কৃষকের ক্ষেত পুড়িয়ে দেওয়ার অভিযোগ


নওগাঁর ধামইরহাটে কৃষকের সবজিক্ষেত ও বোরো ধানগাছে ক্ষতিকারক কীটনাশক স্প্রে করে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জাহানপুর ইউনিয়নের নানাইচ কুড়ানোপাড়া গ্রামের পশ্চিম মাঠে। এ বিষয়ে ভুক্তভোগী ওই কৃষক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে নানাইচ কুড়ানোপাড়া গ্রামের কৃষক আব্দুল হাকিমের আখ ও শাকসবজির ক্ষেতে ক্ষতিকর আগাছানাশক স্প্রে করে পুড়িয়ে দেয় দৃর্বৃত্তরা। এর আগে ২৬ মার্চ ২০ শতাংশ জমির ধানগাছও পুড়িয়ে দেওয়া হয়। এতে ওই কৃষকের প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে।  

ধামইরহাট থানার ওসি মো. মোজাম্মেল হক কাজী বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।