২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০৭:৫৫:১৪ পূর্বাহ্ন


কোম্পানীগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে আহত ৬
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৬-০৪-২০২৩
কোম্পানীগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে আহত ৬ কোম্পানীগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে আহত ৬


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন হয়েছেন।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের টেকের বাজার এলাকায় বসুরহাট-রাস্তারমাথা সড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

আহতরা হলেন- মানিক (৪৮), ময়না (৪০), লিজা (২৬), সুমাইয়া (২৪), অয়ন (১১), আব্দুল আজিজ (৩৫)।

স্থানীয়রা জানান, আহতরা ব্যাটারিচালিত অটোরিকশায় বামনী বাজার যাচ্ছিলেন। এ সময় টেকের বাজার এলাকায় দ্রুতগতির মাইক্রোবাসটির সঙ্গে অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশার ৬ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে গুরুতর আহত মানিক, ময়না ও সুমাইয়াকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মাইক্রোবাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।