২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০২:৫৬:১৯ পূর্বাহ্ন


ইয়াগনিক গিনেস বুকে নাম তুলেছেন অলকা !
তামান্না হাবিব নিশু :
  • আপডেট করা হয়েছে : ০৫-০৪-২০২৩
ইয়াগনিক গিনেস বুকে নাম তুলেছেন অলকা ! ইয়াগনিক গিনেস বুকে নাম তুলেছেন অলকা !


নয়ের দশকে ভারতীয় গায়িকাদের কথা বললেই মনে পড়ত অলকা ইয়াগনিকের নাম। কুমার শানুর সঙ্গে জুটি বেঁধে তাঁর একের পর এক মন মাতানো গান আজও প্রিয় অনেকেরই। সম্প্রতি ২০২২ সালে গিনেস বুক অফ রেকর্ডের সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া শিল্পীদের তালিকায় নাম তুলেছিলেন অলকা। সেখানে তিনি পিছনে ফেলে দেন বিটিএস (BTS), টেলর সুইফটের মতো আন্তর্জাতিক তারকাদেরও।

তবে কোরিয়ান পপ ব্যান্ডকে হারিয়ে দিলেও তাঁদের বিষয়ে কিছুই জানতেন না অলকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই দাবি করেন গায়িকা। ফলে, গিনেস বুকের এই তালিকায় নাম ওঠার বিষয়টি যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ তাও তিনি বুঝতে পারেননি প্রথমে। মেয়ে শেষা ইয়াগনিকের থেকেই তিনি জানতে পারেন বিটিএস প্রসঙ্গে।

২০২২ এর সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া গানের শিল্পীদের মধ্যে অলকা ইয়াগনিকের গানে স্ট্রিমের সংখ্যা ছিল দেড় হাজার কোটির বেশি, সেখানে বিটিএসের ক্ষেত্রে সেই সংখ্যা ছিল প্রায় ৮০০ কোটির কাছাকাছি। স্বাভাবিক ভাবেই অলকার থেকে অনেকটাই পিছনে পড়ে যায় বিটিএসের ‘ব্ল্যাকপিঙ্ক’। প্রসঙ্গত, এই তালিকায় অন্যান্য ভারতীয় গায়কদের মধ্যে কুমার শানু, উদিত নারায়ণ এবং অরিজিৎ সিংও রয়েছেন। তবে, অলকার স্থান এঁদের সকলের থেকে আগে।