২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ১১:০২:০৮ অপরাহ্ন


রাণীনগরে ট্যাব এবং চিকি’সা সহায়তা প্রদান
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ)
  • আপডেট করা হয়েছে : ০৪-০৪-২০২৩
রাণীনগরে ট্যাব এবং চিকি’সা সহায়তা প্রদান রাণীনগরে ট্যাব এবং চিকি’সা সহায়তা প্রদান


নওগাঁর রাণীনগরে নবম ও দশম শ্রেণীর মেধাবী ১৬৮ শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব এবং ১৫জন গরীব-অসহায়দের মাঝে চিকি’সা সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ম হলরুমে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

রাণীনর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার কামরুল হাসানের সঞ্চালনায় বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তুষার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত উপজেলার ১৫জন অসহায়, গরীব ও হত-দরিদ্রদের মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে ৬লাখ ৭০হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন।