ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যের পেট্রোপলিস শহরে গত সপ্তাহে ভূমিধস এবং বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪৬। ব্রাজিল সিভিল ডিফেন্স সূত্রে এই তথ্য জানা গেছে।
জিংহুয়া বার্তা সংস্থা সিভিল ডিফেন্সের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারি থেকে ২৪ জনকে উদ্ধার করার পরে এখনও নিখোঁজ ১৯১ জন।
আরও বৃষ্টি এবং ভূমিধসের ঝুঁকির কারণে শনিবার আশেপাশের এলাকাগুলোতে ভেসে যাওয়া মাটির পাহাড়ের নিচে জীবিতদের খুঁজে বের করার প্রচেষ্টা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বলসোনারো শুক্রবার বিমানে করে এই অঞ্চল পরিদর্শন করেন। তাঁর বিবৃতি অনুসারে এই ধ্বংসলীলা "যুদ্ধের দৃশ্য"র থেকেও ভয়ংকর।
ব্রাজিলে প্রবল বর্ষণে বেশ কিছু পাহাড় ধসে পড়েছে। বহু বাড়িঘর ও যানবাহন ভেসে গেছে। এখনও বাসিন্দারা তাদের হারিয়ে যাওয়া প্রিয়জনকে খুঁজতে কাদায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।
দেশের প্রায় ১৪টি রাজ্য থেকে জীবিতদের সন্ধানে সহায়তা করার জন্য ট্র্যাকিং কুকুর এবং উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
রাজশাহীর সময় /এএইচ