২৪ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ০৬:২৩:৫৪ অপরাহ্ন


ইতালির প্রমোদতরিতে ভয়াবহ আগুন
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৯-০২-২০২২
ইতালির প্রমোদতরিতে ভয়াবহ আগুন ফাইল ফটো


গ্রিস উপকূলে ইতালীয় একটি প্রমোদতরিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।

এর মধ্যে আড়াইশর বেশি যাত্রী ও নাবিককে উদ্ধারে সক্ষম হয় গ্রিস বন্দর কর্তৃপক্ষ। তবে জাহাজটিতে এখনো আটকে আছেন বেশ কয়েকজন। আটকেপড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। এদিকে, চার হাজার বিলাসবহুল গাড়ি নিয়ে আটলান্টিক মহাসাগরে পুড়ছে আরেকটি জাহাজ।

গ্রিস উপকূলে দুই শতাধিক যাত্রীবোঝাই ইতালীয় প্রমোদতরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ইউরোফেরি অলিম্পিয়া নামের প্রমোদতরিটি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসের ইগোমেনিতসা থেকে ইতালির দিকে যাচ্ছিল।

প্রমোদতরিটিতে ২৩৯ যাত্রী ও ৫১ জন নাবিক ছিলেন বলে জানায় গ্রিস বন্দর কর্তৃপক্ষ। দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধার অভিযান শুরু করে দেশটির কোস্টগার্ড। প্রমোদতরিতে অগ্নিকাণ্ডের পর যাত্রী ও ক্রুদের উদ্ধার করে নিকটবর্তী কর্ফু বন্দরে স্থানান্তর করে তারা।

আহতদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হলেও এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তবে জাহাজটিতে আগুনের সূত্রপাত কীভাবে, তা এখনো নিশ্চিত নয় কর্তৃপক্ষ।

এদিকে, আটলান্টিক মহাসাগরে চার হাজার বিলাসবহুল গাড়ি নিয়ে পুড়েছে একটি কার্গো জাহাজ। জাহাজটিতে থাকা নাবিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। দ্য ফেলিসিটি এইস নামের জাহাজটি জার্মানির এমডেন থেকে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড রাজ্যের ডেভিসভিলে বন্দরে রওনা করেছিল।

রাজশাহীর সময় /এএইচ