২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৩:৪৬:৩৫ পূর্বাহ্ন


অন্তর্বাস পরেই রং খেলছেন! ‘অশ্লীল’ উরফিকে তুলোধনা নেটিজেনদের
তামান্না হাবিব নিশু :
  • আপডেট করা হয়েছে : ০৭-০৩-২০২৩
অন্তর্বাস পরেই রং খেলছেন! ‘অশ্লীল’ উরফিকে তুলোধনা নেটিজেনদের অন্তর্বাস পরেই রং খেলছেন! ‘অশ্লীল’ উরফিকে তুলোধনা নেটিজেনদের


রং খেলা তাঁর মোটে পছন্দ নয়,হোলির নাম শুনেই মুখ ব্যাজার উরফির! কিন্তু এতো কিছুর পরেও হোলির দিন স্বমহিমায় ইনস্টাগ্রামে হাজির বলিউডের এই ভাইরাল গার্ল। হোলির উৎসবে মাতোয়ারা গোটা দেশ। এর মাঝেই উরফি জাভেদের এক ভিডিয়ো দেখে চক্ষু ছানাবড়া সকলের। এ কী পোশাকে রং মাখছেন উরফি?

হ্যাঁ, দোলের দিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন বিগ বস ওটিটির প্রতিযোগী। বরাবরের মতো এইবার একদম ‘আউট অফ দ্য বক্স’ পোশাকে হাজির উরফি। উর্ধাঙ্গে পোশাকের বালাই নেই। দুধ সাদা ব্রা-এর সামনের দিকটাও কাটা-ফাটা। নিম্নাঙ্গে কিছু বস্ত্রখণ্ড। সাদা প্যান্টির নীচে খুলে পড়েছে স্কার্ট। প্যান্টি থেকে একটি সুতো দিয়ে শরীর থেকে খুলে পরা সেই স্কার্টের যোগসূত্র। মানে ওটাই স্টাইল আর কী! এই পোশাকে উরফি হাঁটবেন কী করে? সেই নিয়েই চিন্তায় নেটিজেনরা। অন্যদিকে অভিনেত্রীর হেয়ার স্টাইল দেখেও কম হাসাহাসি হল না। বিনুনি বাঁধা চুল খাড়া হয়ে রয়েছে, পায়ে লাল রঙের হাই হিলস। 

উরফির রং মাখতে ভালো লাগে না বলেই হয়তো দু-হাতে গোলাপি আবির লাগিয়েই কাজ সারলেন উরফি। উরফির পোশাক দেখে এদিন এক নেটিজেন লেখেন, ‘আমার মতো মনে হচ্ছে সারা শরীরে ব্যান্ডেজ বেঁধেছে’। অপর এক নেটিজেন লেখেন, ‘কে ডিজাইন করে উরফির এই পোশাক? কোনও মানুষ হাঁটতে পারবে এটা পরলে?’ অপর একজন লেখেন, ‘হে ভগবান! এই মেয়েটা আর কোথায় নামবে? হোলির দিনেও এমন অশালীনতা’। এছাড়াও ‘অশ্লীল’ থেকে শুরু করে নানান তকমা জুড়ে দেওয়া হয়েছে উরফির নামের পাশে। 

সোমবার রাতেই এক অনুষ্ঠানে গিয়ে পাপারাৎজিদের লেন্সবন্দি হন উরফি। সেখানেও চেনাপরিচিত খোলামেলা পোশাকে ধরা দেন তিনি। প্রশ্ন ধেয়ে আসে, ‘হোলিতে কী করছেন?' জবাব আসে, ‘আমার রং মাখা পছন্দ নয়, ঘরেই কাটাব, বাইরে নয়’। 

 বিতর্ক আর উরফি- এখন মুদ্রার এপিঠ ওপিঠ। মুম্বইয়ের পাপারাৎজিরা হামেশাই দৌড়াচ্ছেন উরফির পিছনে। কারণ সোশ্যাল মিডিয়ায় এখন উরফির দর বলিউডের অনেক প্রথম সারির নায়িকাদের চেয়ে বেশি। নির্লজ্জ পোশাকে উরফিকে দেখে সর্বদাই ক্ষোভ উগরে দেন নেটদুনিয়ার বাসিন্দারা। তবে উরফির প্রশংসকের সংখ্যাও কম নয়। আর ট্রোলারদের পাত্তা দিতে মোটেই না-রাজ উরফি জাভেদ।