ভারতের আহমেদাবাদে ২০০৮ সালে সিরিজ বোমা হামলায় হতাহতের ঘটনায় ৩৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। অভিযুক্ত আরও ১১ জনকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামিদের আইনজীবী।
২০০৮ সালের ২৬ জুলাই ২০টি সিরিজ বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে গুজরাটের আহমেদাবাদ শহর। ভয়াবহ সেই বিস্ফোরণে ৫৬ জন নিহত হন। আহত হন দুই শতাধিক।
ওই ঘটনার দায় স্বীকার করে ইন্ডিয়ান মুজাহিদিন। ২০০২ সালের গুজরাট দাঙ্গার প্রতিশোধ নিতেই ওই হামলা চালানো হয় বলে জানায় সংগঠনটি। ওই ঘটনার পর দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তদন্তে নেমে বোমা হামলায় ৪৯ জনের সংশ্লিষ্টতা পায় গোয়েন্দারা। গেল ৮ ফেব্রুয়ারি অভিযুক্ত ৪৯ জনকে দোষী সাব্যস্ত করেন আদালত।
সবশেষ শুক্রবার হামলায় হতাহতের ঘটনায় ৩৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
অন্যতম প্রধান অভিযুক্ত স্টুডেন্টস্ মুভমেন্ট অব ইন্ডিয়ার নেতা সাফদার নাগোরিরও মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অভিযুক্ত আরও ১১ জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে।
রাজশাহীর সময় /এইচ