ডেনমার্কসহ উত্তর ইউরোপের দেশগুলোতে এখন একটি নতুন চিন্তা জনপ্রিয়তা পাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ার প্রযুক্তি ও শিক্ষায় বেশি সহযোগিতা করলে দীর্ঘমেয়াদি উন্নয়ন বেশি হয়। আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি, শিক্ষায় বিশেষ করে নারী শিক্ষায় অবদান রাখলে বাংলাদেশে বেশি করে উদ্ভাবন হবে। যেহেতু এই উদ্ভাবন বাংলাদেশিরা নিজেরাই করবে, ফলে ওই সব জিনিস বিদেশ থেকে কিনতে হবে না।’
বাংলাদেশকে ‘সুপেয় পানির’ স্বর্গ হিসেবে অভিহিত করে ডেনিশ রাজনীতিবিদ বলেন, ‘এখানে প্রচুর পরিমাণে সুপেয় পানি উৎপাদন করা সম্ভব। নতুন প্রযুক্তির মাধ্যমে বর্ষা মৌসুমের পানি ধরে রেখে সেটিকে সুপেয় পানিতে রূপান্তর করা সম্ভব এবং ওই পানি রফতানিও করা যেতে পারে। আমরা বর্ষা মৌসুমের পানি ধরে রাখার জন্য নতুন প্রযুক্তি তৈরিতে বিনিয়োগ করতে পারি।’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রটির সাবেক এই প্রধানমন্ত্রী কথা বলেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গেও। তিনি বলেন, ‘বর্তমান বিশ্ব একটি ঝড়ের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। পুরনো যে বৈশ্বিক ব্যবস্থা সেটি ভেঙে পড়ছে এবং বড় শক্তিগুলোর মধ্যে দ্বন্দ্বের মাঝে একটি নতুন ব্যবস্থা তৈরি হচ্ছে।’
তিনি বলেন, ‘আমাদের বোঝা জরুরি যে বর্তমান পরিস্থিতিতে একটি ঝড়ো পরিস্থিতির সঙ্গে তুলনা করা যায় এবং এটির প্রভাব শুধু ইউরোপে নয়, এখানেও (বাংলাদেশ) অনুভূত হচ্ছে। ইউরোপে সংঘাতময় পরিস্থিতি এবং একই সঙ্গে জলবায়ু পরিবর্তন, মূল্যস্ফীতি, বেকারত্ব, আয় বৈষম্যের কারণে সাধারণ মানুষ হতাশ হয়ে পড়ছে এবং এরফলে দীর্ঘমেয়াদি সমস্যা হবে এ ধরনের একটি মানসিক চাপের মধ্যে আছেন তারা।’