০২ নভেম্বর ২০২৪, শনিবার, ১০:২৭:৫৬ পূর্বাহ্ন


এবার মেট্রোরেল আসছে পাতালপথে
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৮-০১-২০২৩
এবার মেট্রোরেল আসছে পাতালপথে ফাইল ফটো


রাজধানীবাসীকে যানজট থেকে স্বস্তি দিতে ২০৩০ সালের মধ্যে ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকায় মোট ছয়টি মেট্রোরেলের একটি নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। এরই মধ্যে ম্যাস র‌্যাপিড ট্রানজিট-৬ (এমআরটি-৬)-এর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন হয়েছে। কাজ শুরুর অপেক্ষায় রয়েছে এমআরটি-১। এটির রেলপথ হবে উড়াল ও পাতালের সমন্বয়ে।

কর্তৃপক্ষ বলছে, এমআরটি-১-এর প্রাথমিক সব কাজ গুছিয়ে এনেছেন তারা। এ মাসের শেষের দিকে অথবা ফেব্রুয়ারির শুরুর দিকে কাজের সূচনাও করতে চায়। এখন শুধু প্রধানমন্ত্রীর সম্মতির অপেক্ষা।

২৬ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ এমআরটি-১-এর যাত্রাপথ হবে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খিলক্ষেত, কুড়িল, যমুনা ফিউচার পার্ক, বাড্ডা, রামপুরা, মালিবাগ, রাজারবাগ, কমলাপুর পর্যন্ত এবং কুড়িল হয়ে কাঞ্চন সেতুর পশ্চিম পাশ পর্যন্ত। এর মধ্যে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ১৬.৪ কিলোমিটার হবে পাতাল রেল আর কুড়িল থেকে কাঞ্চন সেতু পর্যন্ত ১০.২ কিলোমিটার হবে উড়াল রেল।

২০১৯ সালের সেপ্টেম্বরে শুরু হয়েছে এটির প্রাথমিক কাজ। ৫২ হাজার ৫৬১ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে এমআরটি-১ প্রকল্পটি ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হবে বলা হচ্ছে। তখন এটি দৈনিক ৮ লাখ যাত্রী পরিবহন করতে পারবে।

ইতোমধ্যে এই প্রকল্পের নির্মাণকাজ তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়ে গেছে। এ ছাড়া এমআরটি লাইন-১-এর পিতলগঞ্জ ডিপোর ভূমি উন্নয়নের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি শেষ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।