কুমিল্লার হোমনায় ভারতীয় শাড়িসহ তিন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ঘারমোড়া বাবরকান্দি মোড় থেকে হোমনা থানার এসআই আশেকুল ইসলামের নেতৃত্বে পুলিশের নৈশকালিন টহল টিম তাদের আটক করে।
এ সময় ২৮ বস্তায় ১ হাজার ২৪ পিস অবৈধ ভারতীয় শাড়ি ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৮০ হাজার টাকা।
আটককৃতরা হলেন: মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামের কালু মিয়ার ছেলে মো. হাবিবুর রহমান, চালক ব্রাহ্মণপাড়া উপজেলার টাকই গ্রামের ফরিদ মিয়ার ছেলে রুবেল ও সহকারী বুড়িচং সদরের আ. মতিনের ছেলে সুমন।
এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, উদ্ধার করা শাড়িগুলো থানার মালখানায় জমা আছে। এ ব্যাপারে মামলা হয়েছে। আটককৃতদের শনিবার কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
রাজশাহীর সময় /এএইচ