০১ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৮:২৬:১৩ অপরাহ্ন


৩ ইসলামী ব্যাংকের কেলেঙ্কারি তদন্ত করবে দুদক
অনলাইন ডেস্কঃ
  • আপডেট করা হয়েছে : ০৮-১২-২০২২
৩ ইসলামী ব্যাংকের কেলেঙ্কারি তদন্ত করবে দুদক ৩ ইসলামী ব্যাংকের কেলেঙ্কারি তদন্ত করবে দুদক


তিন ইসলামী ব্যাংকের ৩৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে বুধবার আনুষ্ঠানিকভাবে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনের সচিব মো: মাহবুব হোসেন গণমাধ্যম ব্রিফিংয়ে বলেন, শিগগিরই তারা কাজ শুরু করবেন।

ব্যাংক তিনটি হলো- ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।

মাহবুব বলেন, ইসলামী শরিয়াভিত্তিক তিনটি ব্যাংকের ঋণ নিয়ে কথিত অনিয়মের তদন্তের জন্য দুদকের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তদন্ত কর্মকর্তা নিয়োগের পর তিনি কার্যক্রম শুরু করবেন।

অপর এক কর্মকর্তা জানান, দুদকের উপ-পরিচালকের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম গঠনের প্রক্রিয়া চলছে।

এর আগে গত ১ ডিসেম্বর তিন ব্যাংকের কেলেঙ্কারি নিয়ে তিনটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে তদন্ত চেয়ে দুদক ও বিএফআইইউকে চিঠি দেন পাঁচ আইনজীবী।