২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১২:৪৩:১৪ অপরাহ্ন


মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই আমার সংগ্রাম: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ০৭-১২-২০২২
মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই আমার সংগ্রাম: প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই আমার সংগ্রাম: প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শুধু বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই আমার সংগ্রাম।’

‘যে লক্ষ্য সামনে নিয়ে আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই লক্ষ্যেই আমি কাজ করছি,’ যোগ করেন প্রধানমন্ত্রী।

বুধবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুর ১২টার পর কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠের মধ্য দিয়ে শুরু হয় জনসভা। এরপর স্থানীয় নেতারা বক্তব্য শুরু করেন।

বক্তৃতার শুরুতে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বাংলার জনগণের কাছে কৃতজ্ঞতা জানাই। আপনারা বারবার ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন বলেই আমি দেশের জন্য কাজ করতে পারছি।’

স্থানীয় জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘কক্সবাজারবাসী, আমি আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা ২০১৮ সালের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থীদের জয়যুক্ত করেছিলেন। ২০০৮, ২০১৪, ২০১৮–বারবার আপনারা ভোট দিয়েছেন। আপনাদের ভোট বৃথা যায়নি।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আজ আপনারাই কক্সবাজারের দিকে তাকিয়ে দেখুন। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার। এটা প্রধান পর্যটননগরী। অথচ জাতির পিতাকে হত্যার পর জিয়া ক্ষমতায় এসেছে, এরশাদ ক্ষমতায় এসেছে, খালেদা জিয়া ক্ষমতায় এসেছে–কেউ কক্সবাজারের উন্নয়ন করেনি।’

তিনি বলেন, ‘একমাত্র আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে, তখনই এ অঞ্চলের উন্নয়ন হয়েছে। আজও কক্সবাজারে ২৯টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি।’

‘এসব উন্নয়ন প্রকল্প আমি বিজয়ের মাসে আপনাদের উপহার দিয়ে গেলাম,’ যোগ করেন প্রধানমন্ত্রী।