২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:৩০:৩৭ পূর্বাহ্ন


২০২২ সালে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ২০৫টি
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৯-১১-২০২২
২০২২ সালে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ২০৫টি ২০২২ সালে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ২০৫টি


২০২২ সালে অক্টোবর পর্যন্ত ২০৫টি সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচার প্রতিরোধ জাতীয় কমিটি। গতকাল ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানায় সংস্থাটি।

‘নারী ও কন্যা নির্যাতন বন্ধ করি, নতুন সমাজ নির্মাণ করি’—প্রতিপাদ্যের আলোকে নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচার প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হয়।

এ সময় সংস্থাটি জানায়, ২০২১ সালে সবচেয়ে বেশি নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে।

দুই বছর কন্যাশিশু থেকে শুরু করে ৭৫ বয়সী ৮১০ জন ধর্ষণের শিকার হয়েছে। ২০২২ সালে অক্টোবর পর্যন্ত ২০৫টি সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। ২০২১ সালে ধর্ষণের কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে সাতটি।  

২০২১ সালে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে ৪৫ জনকে আর ২০২২ সালে অক্টোবর পর্যন্ত যৌতুকের কারণে হত্যা করা হয়েছে ৫৩ জনকে। এসব ক্ষেত্রে সাইবার ক্রাইম বেড়েছে উদ্বেগজনকভাবে।