২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৪:৪৭:৫৬ পূর্বাহ্ন


ডিসেম্বরে উত্তরা-আগারগাঁও রুটে চলতে প্রস্তুত মেট্রোরেল
ইব্রাহীম হোসেন সম্রাট
  • আপডেট করা হয়েছে : ১১-১১-২০২২
ডিসেম্বরে উত্তরা-আগারগাঁও রুটে চলতে প্রস্তুত মেট্রোরেল ডিসেম্বরে উত্তরা-আগারগাঁও রুটে চলতে প্রস্তুত মেট্রোরেল


ডিসেম্বর মাস থেকে উত্তরা-আগারগাঁও রুটে মেট্রোরেল চালু হবার জন্যে প্রস্তুত আছে বলে জানিয়েছে  ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ।

ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানিয়েছেন, অক্টোবর ৩১ তারিখ পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৩.৬৮% অগ্রগতি হয়েছে। আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের কাজ ৯৪.৫৭% শেষ। এই রুটে ডিপো, ইলেকট্রিক্যাল ও মেকানিকাল কাজ সম্পন্ন হয়েছে। ১৫ ডিসেম্বর এর মধ্যে সিস্টেম ইন্টিগ্রেশন এর কাজ শেষ হবে।

রিজার্ভ সংকট এ মেট্রোরেলের কাজে কোন প্রভাব পড়বে না বলে আশ্বাস দিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর এমডি।

প্রথম ফেজের কারিগরী কাজ সম্পন্ন হয়েছে। নভেম্বরের মধ্যে সিস্টেম ইন্টিগ্রেশন কাজ শেষ হবে বলে আশা করেন তিনি। উত্তরা টু আগারগাঁও পর্যন্ত কারিগরী কাজ সম্পন্ন হয়েছে। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে উত্তরা টু কমলাপুর পর্যন্ত মেট্রোরেল পুরোপুরি চালু করার আশা তার।