২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০৮:৪২:৩০ পূর্বাহ্ন


ব্রিটিশ রাজা চার্লসকে লক্ষ্য করে ছোঁড়া হল ডিম, আটক ১
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১০-১১-২০২২
ব্রিটিশ রাজা চার্লসকে লক্ষ্য করে ছোঁড়া হল ডিম, আটক ১ ফাইল ফটো


ব্রিটেনের নতুন রাজা চার্লস ও রানি ক্যামিলাকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইয়র্ক শহরের পুলিশ।

ইংল্যান্ডের ইয়র্কের স্থানীয় নেতারা যখন রাজা ও রানিকে স্বাগত জানাচ্ছিলেন তখনি তিনটি ডিম ছুড়ে রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান ওই ব্যক্তি।

তবে ডিম গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এ সময় রাজা-রানিকে দূরে সরিয়ে নেওয়া হয়। খবর রয়টার্স'র।

তত্‍ক্ষণাত্‍ পুলিশ কর্মীরা ডিম ছুড়ে মারা ওই ব্যক্তিকে আটক করে। সে সময় তিনি চিত্‍কার করে বলতে থাকেন, 'এই দেশটি কৃতদাসদের রক্ত দিয়ে গড়া হয়েছে।' রাজা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম এ ধরণের পরিস্থিতির সম্মুখীন হলেন রাজা চার্লস। চার্লস এবং ক্যামিলা ইয়র্কশায়ারে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন।

ব্রিটেনে রাজপরিবারকে নিয়ে সব সময় সমালোচনা রয়েছে। সম্প্রতি রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় বিপুল অর্থ ব্যয় নিয়েও সর্বত্র সমালোচনা হয়েছে। ব্রিটেনে যখন অর্থনৈতিক সমস্যা মারাত্মক হয়ে উঠেছে তখন জনগণের ট্যাক্সের টাকা ব্যবহার করে এ ধরণের অনুষ্ঠান আয়োজন করা উচিত হয়নি বলে অনেকেই মন্তব্য করেছেন।