২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৪:২১:৩৪ পূর্বাহ্ন


আইএমএফের কঠিন শর্ত মেনে নেবো না: ওবায়দুল কাদের
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৯-১১-২০২২
আইএমএফের কঠিন শর্ত মেনে নেবো না: ওবায়দুল কাদের ওবায়দুল কাদের। ফাইল ফটো


ঋণের ক্ষেত্রে আইএমএফের দেওয়া শর্তের বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আইএমএফের কোনো শর্ত মানলে যদি দেশের কোনো ক্ষতি হয়, তাহলে কোনোভাবেই তা মানা হবে না। আমাদের প্রয়োজনে আমরা ঋণ নেবো, কঠিন শর্ত মেনে নেবো না। যেটা যৌক্তিক সেটাই হবে।

বুধবার (৯ নভেম্বর) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, তাদের (আইএমএফ প্রতিনিধি দল) সঙ্গে আলোচনা চলছে। যেটা যৌক্তিক সেটাই হবে। এই মুহূর্তে টাকা নিতে হবে, এর কোনো বিকল্প নেই। তবে কঠিন শর্তে নয়।

বিএনপি রাজনৈতিক ইস্যুতেই পড়ে আছে জানিয়ে মন্ত্রী বলেন, বিএনপির আন্দোলনের মূল লক্ষ্য বিশ্ব সংকট থেকে দেশের সার্বিক পরিস্থিতির উত্তরণ নয়। জনমানুষের সমস্যা তাদের কাছে মূখ্য নয়।

আগামী জাতীয় নির্বাচন বর্তমান ইসির অধীনে হবে জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনা সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। কাজেই ভয় পাওয়ার কিছু নেই।