০১ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১০:৩৯:০৬ পূর্বাহ্ন


পরীক্ষার প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানিতদন্ত করবে শিক্ষা বোর্ড
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২২
পরীক্ষার প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানিতদন্ত করবে শিক্ষা বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানিতদন্ত করবে শিক্ষা বোর্ড


এইচএসসির প্রশ্নপত্রে সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগ তদন্ত করবে ঢাকা শিক্ষা বোর্ড। সোমবার (৭ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘কীভাবে এবং কারা এই প্রশ্ন করেছে তা তদন্ত করা হচ্ছে।’

গত রোববার বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে সারা দেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। তাতে ঢাকা শিক্ষা বোর্ডের প্রশ্নপত্রের সৃজনশীল অংশে একটি প্রশ্নে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ ওঠে।

প্রশ্নপত্রের ১১ নম্বর প্রশ্নে সনাতন ধর্মের দুই ভাইয়ের জমি নিয়ে বিরোধের বিষয় তুলে ধরা হয়।

প্রশ্নে দেখানো হয়, নেপাল ও গোপাল নামের দুই ভাইয়ের জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই নেপাল তার বড় ভাইকে শায়েস্তা করতে আব্দুল নামের একজনের কাছে একাংশ জমি বিক্রি করে দেন। আব্দুল সেই জমিতে বাড়ি করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং কোরবানির ঈদে সেখানে গরু কোরবানি দেন। এতে জমি বিক্রেতা ভাইয়ের মন ভেঙে যায়, তিনি জমি-জমা সব ফেলে সপরিবারে ভারতে চলে যান।