পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার করা হয়েছে হামলাকারীকে। হামলা চালানো নিয়ে মুখ খুললেন অভিযুক্ত যুবক। কেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতাকে লক্ষ্য করে গুলি চালালেন, সে নিয়ে স্বীকারোক্তি দিয়েছেন হামলাকারী।
এনডিটিভি সূত্রে জানা গেছে, এক ভিডিয়ো বার্তায় ওই হামলাকারী বলেছেন, ইমরানকে মারতে গিয়েছিলাম। কারণ উনি বিপথে চালিত করছেন লোকেদের। ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি অনলাইন। হামলা চালাতে কী ভাবে গুজরনওয়ালায় গিয়েছিলেন, সে কথাও জানিয়েছেন আততায়ী। তিনি জানিয়েছেন, বাইকে করে গুজরনওয়ালায় পৌঁছন। তার পর বাইকটি এক আত্মীয়ের বাড়িতে রাখেন।