ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের প্রদেশ মিন্দানাওতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। গ্রীষ্মকালীন ঝড় থেকে এ বিপর্যয়ে পড়ে নিখোঁজ রয়েছেন অনেকে। তাদের খুঁজে বের করতে কাজ করছেন উদ্ধারকর্মীরা।
শুক্রবার দেশটির সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এসব তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।
ফিলিপাইনের মিন্দানাওতে বাংসামোরো স্বায়ত্তশাসিত অঞ্চলের স্বরাষ্ট্রমন্ত্রী নাগুইব সিনারিম্বো ফোনে বলেন, গ্রীষ্মকালীন ঝড় ও ভারী বৃষ্টির কারণে মিন্দানাও প্রদেশের বিভিন্ন পৌরসভায় বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে।
সিনারিম্বো বলেন, নিখোঁজ লোকদের খুঁজে বের করতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে উদ্ধারকর্মীরা। তবে কতজন নিখোঁজ রয়েছেন তা এখনো নিশ্চিত হতে পারিনি।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার সারারাত অবিরাম বৃষ্টি হয়েছে। যার ফলে শুক্রবার আবহাওয়া কিছুটা উন্নতি করেছে।
বন্যা ও ভূমিধসে মৃতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ফিলিপাইনের স্বরাষ্ট্রমন্ত্রী সিনারিম্বো।